goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

০৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলাঃ নিয়ামতপুর, জেলাঃ নওগাঁ ।

স্মারক নং:  বা/ইউপি - 5315

প্রত্যয়ন সনদপত্র

তারিখ: 10-03-2024


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ মামুনুর রশিদ , এনআইডি / জন্ম নিবন্ধন নং- 6416910359203, পিতা/স্বামীর নামঃ মোঃ বেলাল উদ্দীন, মাতার নামঃ মোসাঃ মনোয়ারা বেগম , গ্রামঃ সাদাপুর, ওয়ার্ড নং- ০৯, ডাকঘরঃ খড়িবাড়ী হাট, উপজেলাঃ নিয়ামতপুর , জেলাঃ নওগাঁ। তিনি এ ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। তিনি নওগাঁ জেলার মটর শ্রমিক সমিতির একজন নিয়োগ প্রাপ্ত সদস্য তাহার রেজিষ্ট্রেশন নং-2658, এবং তিনি নওগাঁ জেলার CNG চালিত ,মিশুক,বেবী ট্যাক্সি,ট্যাম্পো মালিক সমিতির নিয়োগ প্রাপ্ত চেইন মাষ্টার (খড়িবাড়ী) বাজার নিয়াতপুর,নওগাঁ। তার রেজিষ্ট্রেশন নং-1396,তিনি অত্র ইউপির খড়িবাড়ী বাজারের তিন মাথার মোড়ে CNG চালিত অটোরিক্সা,মিশুক,বেবী ট্যাক্সী, ট্যাক্সী কার ইত্যাদির যানবাহনের চেইন মাষ্টার হিসেবে দায়িত্ব পালন করে পারিশ্রমিক হিসেবে প্রতিটি যানবাহনের মালিক/চালক হতে দৈয়নিক ১০টাকা হারে গ্রহন করেন। আমার জানা মতে ইহা সত্য। আমি তার ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করি ।


Scroll to Top